বান্দরবান লামায় উপজেলার বাজারে ৪টি দোকানে অাগুন।
[চাইথোয়াইমং মারমা রুদ্র জেলা প্রতিনিধি বান্দরবান] রোজ বৃহস্পতিবার ভোর ৬:১৫ মিনিটে লামা বাজারে বিদুৎতের শর্ট সার্কিটে মধ্যে দিয়ে অাগুনের সূত্র পাত হয়েছে বলে এক স্থানীয় বাজারে দোকানদার প্রত্যক্ষদর্শী সাংবাদিকদেরকে জানান।সূত্রমতে জানা গেছে সে ৪দিন দোকান লামা বাজার মসজিদ সংলগ্ন অবস্থিত। তার পর জানা যায় সে দোকানের মালিক মো:শফি নামে জানা গেছে। প্রায় ১/২ ঘন্টা যাবৎ অাগুন দাও দাও করে জ্বলতে দেখা যায়। সে দোকানের ৪টিতে একটি রাইচ মিলসহ তিনটি বিভিন্ন ধরনের বিস্কুট এজেন্ট ডিলারে জমা রাখা বিস্কুট পণ্যসহ অন্যান্য সামগ্রিক গুলো অাগুনের পুড়ে ছাই হয়ে যায় বলে তিনি জানান।এতে কয়েকজন নাম প্রকাশ অনিচ্ছুক ব্যবসায়ী রা জানান ফায়ার সার্ভিস অাসতে দেরি হওয়ার কারনের জিনিষদ্রব্য সামগ্রিকগুলো বেশি ক্ষতি সাধন হয়। জানা যায় এক প্রত্যক্ষদর্শী অাগুন হওয়ার সাথে সাথে নিকস্ট ফায়ার সার্ভিসকে খবর দেন।খবর দেয়া ব্যক্তি কথাকে তারা তেমন গুরুত্ব দেয়া হয়নি।খবর পাওয়ার সাথে সাথে ঘটনায় স্থলে পৌঁছেলে ক্ষতি কম হবে বলে কয়েকজন ব্যবসায়ী দোকানদারা জানিয়েছেন। অানুমানিক ক্ষতিপূরণ প্রায় ৮/১০লাখের মত ক্ষতি হয়েছে।পরে এলাকার স্থানীয় সহায়তাসহ ফায়ার সার্ভিস দল এসে,সবার সহযোগিতায় মিলে অাগুন নিয়ন্ত্রণের সক্ষম হয়।